বসন্ত দুপুর...
- কাজী ফাতেমা ছবি ২৮-০৪-২০২৪

©কাজী ফাতেমা ছবি

রঙ বসন্তের এই বেলাতে
বৃক্ষ লতায় হাওয়ার কাঁপন
আহ্ প্রশান্তি দেহ মনে
প্রকৃতি আজ হলো আপন।

আকাশ জুড়ে সূর্য্যি ছড়ায়
ঝলমলানো আলোর ধারা
সেই আলোতে হাওয়ার নাচন
সুখে মন যে পাগলপাড়া!

ধূলোবালি উড়ছে স্বাধীন
ফাঁকা মাঠে রোদের খেলা
লাগছে ভালো দেখতে এমন
রোদ্দুর জ্বলা দুপুর বেলা।

চৈত্রের দুপুর হয় নি উদাস
উড়ছে মনে চড়ুই পাখি
কেমনতরো চঞ্চল হাওয়া
দূরের পানে দৃষ্টি রাখি!

জ্বলছে নিভছে রোদের আলো
আকাশ'টাকে মেঘে ঢাকে
ঝিকমিকিয়ে মাঠের বালি
হাসছে যেনো আলোর ডাকে।

লাগছে ভালো বসন্ত দিন
দমকা হাওয়ার মিষ্টি ছোঁয়ায়
এলোমেলো পাতা'রা সব
মর্ত্যের প্রেমে মাথা নুয়ায়।

বসন্ত যায় রইলে দূরে
মন'টাও যে বিবর্ণ মেঘ
দেখলে নাকো এসে তুমি
ঝরে আমার অথৈ আবেগ!

পাতায় পাতায় বসন্ত প্রেম
সুখের আবেশ মনে ছড়ায়
নাইকো তুমি পাশে আমার
ভাবলে চোখে অশ্রু ঝরায়!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

faizbd1
০৪-০৯-২০২৩ ২২:২৫ মিঃ

অসাধারণ!

কাজী ফাতেমা ছবি
২৭-০২-২০২৪ ১০:২৩ মিঃ

ধন্যবাদ ভাই
ভালো থাকুন